Site icon Jamuna Television

কাবুল বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬০

কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে ১২ মার্কিন সেনাসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবারের এই হামলায় আহত হয়েছে প্রায় দেড়শ জন। নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন অনেকেই।

পেন্টাগন ও কাবুলের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে কারা এই হামলাটি চালিয়েছে তা এখনও জানা যায়নি।

যুক্তরাষ্ট্র বলছে, কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালানো হয়েছে। বারবার সতর্কতার মধ্যেই এ হামলার ঘটনা ঘটলো। তালেবান কাবুলের নিয়ন্ত্রণে নেয়ার পর এই প্রথম বড় ধরনের হামলা হলো।

কয়েক দিন ধরেই কাবুলের বিমানবন্দর এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএস হামলা চালাতে পারে বলে সতর্ক করছিল যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন নাগরিকদের বিমানবন্দর এলাকা এড়িয়ে চলার আহ্বানও জানানো হয়।

Exit mobile version