Site icon Jamuna Television

চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সদরঘাটে ইসলামিয়া কলেজ ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে এ ঘটনার সূত্রপাত হয়। এসময় একপক্ষ অন্য পক্ষকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, ঘাট দখল নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএনআর/

Exit mobile version