Site icon Jamuna Television

পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, ভিডিও ভাইরাল

পরকীয়ার অভিযোগে নারীর মাথা ন্যাড়া করে নির্যাতন, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার অভিযোগে এক নারীর মাথার চুল কেটে, নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বৃহস্পতিবার বিকেলে এই ঘটনায় জড়িত থাকায় রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২২ জুলাই সরাইলের তানজিনা বেগম, স্বামীর পরকীয়ার সন্দেহে নির্যাতনের শিকার নারীকে তার বাবার বাড়িতে ডেকে নেয়। সেখানে মারধোরের পর ব্লেড দিয়ে মাথার চুল কেটে দেয়।

এসময় মোবাইলে ধারণ করা ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে, পুলিশ নির্যাতনকারীদের ধরতে অভিযান শুরু করে। মূল অভিযুক্ত তানজিনা বেগম এখনও পলাতক।

এনএনআর/

Exit mobile version