Site icon Jamuna Television

বিচারককে তালেবান পরিচয়ে চিঠি দিয়ে হুমকি, থানায় জিডি

তালেবান পরিচয়ে বিচারককে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে জয়পুরহাট সদর থানায় মামলা হয়েছে।

জয়পুরহাটে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলীকে তালেবান গোষ্ঠীর পরিচয়ে হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

হুমকি দিয়ে চিঠি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। গুরুত্বসহকারে তদন্ত জন্য সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি। চিঠির প্রেরক হিসেবে সদর উপজেলার দুর্গাদহ এলাকার আশরাফ আলীর নাম উল্লেখ রয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, বাংলাদেশ চলবে তালেবানের অধীনে। বিচার হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। কোর্টে যাওয়ার সময় বিচারক, আইনজীবী, মুহুরি সবাইকে মাথায় তালেবান পাগড়ি পরতে হবে। আদালতের আশেপাশে পুলিশ থাকবে না।

Exit mobile version