Site icon Jamuna Television

কাবুল বিস্ফোরণ: ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে বাইডেনের বৈঠক স্থগিত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বৈঠক হবার কথা থাকলেও কাবুল বিমানবন্দরে হামলার ঘটনার পর তা স্থগিত করা হয়। বৈঠকটি ওয়াশিংটন স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে হবার কথা ছিল। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

নিরাপত্তা উপদেষ্টাদের সাথে বাইডেন কাবুল পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণে থাকবেন বলে এই স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে দুই দফা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১৩ মার্কিন সেনাসহ কমপক্ষে ৬০ জন নিহত হয়েছে, আহত হয়েছে দেড় শতাধিক।

Exit mobile version