Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করা হবে: কাদের

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করা হবে: কাদের

ছবি: সংগৃহীত

সাম্প্রদায়িকতার ডালপালা এখনো দেশে বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের সমূলে উৎপাটন করা হবে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, নজরুল ইসলাম সাহিত্যকর্ম সবসময় অসাম্প্রদায়িকতা অনুপ্রেরণা দেয়।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এনএনআর/

Exit mobile version