Site icon Jamuna Television

সালমান হিরো হতে পারলে পরিচালনা ছেড়ে দেবো, বলেছিলেন প্রথম ছবির পরিচালক

সালমান হিরো হতে পারলে পরিচালনা ছেড়ে দেবো, বলেছিলেন প্রথম ছবির পরিচালক

ছবি: বলিউড অভিনেতা সালমান খান।

বলিউডে অভিষেকের ৩৩ বছর পূর্ণ করলেন সালমান খান। প্রথম ছবির পরিচালক এ অভিনেতার ওপর কোনো ধরনের ভরসাই পাননি, বলেছিলেন নেতিবাচক কথা। কিন্তু গত তিন দশকে দর্শক দেখতে পেয়েছে সে ভবিষ্যদ্বাণী কতটা ভুল ছিল।

সাল ১৯৮৮ সালের ২২ আগস্ট মুক্তি পায় জেকে বিহারি পরিচালিত ‘বিবি হো তো অ্যায়সি’। ওই ছবি দিয়েই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন সালমান খান। তবে মূল দুটি চরিত্রে ছিলেন ফারুক শেখ ও রেখা।

সম্প্রতি ‘বিগ বসে’র একটি টিজার সামনে আসে। সেখানে জেকে বিহারির মন্তব্যটি উল্লেখ করেন সালমান।

তবে ভাইজানের ওপর প্রযোজক সুরেশ ভগতের সম্পূর্ণ আস্থা ছিল। সালমানের কথায়, “বিহারিজি তখন বলেছিলেন, সালমান যদি কোনো দিন হিরো হতে পারে আমি ইন্ডাস্ট্রি ছেড়ে দেব। উনি কথা রেখেছেন। ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন।” স্বভাবসিদ্ধ রসিকতায় পরিচালককে ব্যঙ্গ করলেন তিনি!

ওই ছবিতে সালমান অভিনয় করেছিলেন ফারুকের ভাইয়ের চরিত্রে। গড়পড়তা পারিবারিক ছবি। মা চান ছেলে তার ইচ্ছেতে বিয়ে করবেন। ওদিকে ছেলে বিয়ে করে আনেন নিজের পছন্দমতো এক গ্রামের মেয়েকে। সে চরিত্রে ছিলেন রেখা। এই নিয়েই সমস্যা-কূটকচালি। ছবিটি বক্স অফিসে মোটামুটি সাফল্য নিয়ে এসেছিল। কিন্তু নিশ্চুপে তৈরি হয়ে গিয়েছিল ভাইজানের ক্যারিয়ার, যা আজও অক্ষুণ্ণ।

এনএনআর/

Exit mobile version