Site icon Jamuna Television

মাদক মামলায় রানা-রবিতেজা-রাকুল প্রীতসহ ১২ জনকে ইডির তলব

মাদক মামলায় রানা-রবি তেজা-রাকুল প্রীতসহ ১২ জনকে ইডির তলব

ছবি: সংগৃহীত

মাদক মামলায় দক্ষিণ ভারতীয় অভিনেতা রবি তেজা, রানা, অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের নাম জড়িয়েছে এবার। রাকুল ছাড়াও রানা ডাগ্গুবতী ও রবি তেজাসহ তেলেগু সিনেমার মোট ১২ জন অভিনেতা-অভিনেত্রী, পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ভারতের দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লাখ মূল্যের মাদক আটক করা হয়। এরপরেই শুরু হয়েছিল তদন্ত। দায়ের করা হয়েছিল ১২টি মামলা। চার্জশিটও দাখিল করা হয়েছিল ১১টি মামলায়।

তবে আপাতত প্রমাণ না থাকায় শুধু সাক্ষী হিসেবেই ডাকা হয়েছে এই তারকাদের। মামলায় মোট ৬২ জনকে সন্দেহভাজনের তালিকায় রাখা হয়েছে।

এনএনআর/

Exit mobile version