Site icon Jamuna Television

রোনালদো-সিটির সংযোগের সম্ভাবনায় ক্ষুব্ধ সুলশার

ছবি: সংগৃহীত

য়্যুভেন্টাস থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দলবদলের ঝড়ো একটি মৌসুমের শেষ অধ্যায়ে ফুটবল বিশ্ব যখন হতবাক হতে হতেও ক্লান্ত হয়ে গেছে, তখন তারা প্রস্তুতি নিচ্ছে সিআরসেভেনকে এক যুগ পর ম্যানচেস্টারে ফিরে আকাশী নীল জার্সি পরতে দেখার জন্য। তবে রেড ডেভিল শিবির যে বিষয়টিকে ভালোভাবে নেয়নি তা বলাই বাহুল্য। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সুলশার তো ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করে জানতে চেয়েছেন, আনুগত্য বিষয়টি তাহলে কোথায়!

রোনালদোকে নিয়ে চুক্তিতে সরাসরি সম্পৃক্ত য়্যুভেন্টাস ও ম্যানচেস্টার সিটি। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে সিআরসেভেনের ঐতিহাসিক সম্পর্কের কারণে আলোচনায় আছে রেড ডেভিলরাও। রোনালদোর সিআরসেভেন হয়ে ওঠা তো ওল্ড ট্রাফোর্ডেই। নগর প্রতিদ্বন্দ্বীদের ঘাটে রোনালদোর নৌকা ভেড়ানোর খবরে ক্ষুব্ধ অনেক রেড ডেভিল ফ্যান। তাদের মতোই প্রতিক্রিয়া জানিয়েছেন ইউনাইটেড কোচ সুলশার।

পুরো ফুটবল ক্যারিয়ার রেড ডেভিল শিবিরেই শেষ করে এখন তাদের ডাগআউটে বসেছেন সুলশার। উলভসের সাথে ম্যান ইউয়ের আসন্ন ম্যাচের আগে হওয়া প্রেস কনফারেন্সে তাই সুলশারকে কথা বলতে হলো ম্যান সিটিতে রোনালদোর আসার খবর নিয়ে। তিনি বলেন, ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে যাওয়া কোনো খেলোয়াড় যদি ম্যানচেস্টার সিটিতে যায় তবে সেই খেলোয়াড়ের আনুগত্যের জায়গা কোথায়! আমি আনুগত্য ও বিশ্বস্ততাকে অনেক উঁচুতে রাখি। তাই কোনো ক্লাবে ১০ বছর খেলে যাওয়া কোনো খেলোয়াড় সেই ক্লাবের নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে যাবে, এটা আমি আশা করি না।

য়্যুভেন্টাস ও ম্যানচেস্টার সিটির মধ্যে চুক্তিটি যদি হয়েই যায় তবে অ্যান্ড্রু কোল, ওয়েন হারগ্রিভস, কার্লোস তেভেজ ও পিটার স্মাইকেলের পরের খেলোয়াড়টিই হবেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি খেলবেন ম্যানচেস্টারের দুটি ক্লাবের হয়েই।

সুলশার আরও বলেন, আমরা সবাই পেশাদার। তবে যখনই আপনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবেন, আপনি সিটির হয়ে খেলতে পারেন না। ম্যানচেস্টারের দুটি ক্লাবের হয়ে খেলার উদাহরণ আরও আছে। তবে সেসব ট্রান্সফার আমি সমর্থন করি না।

Exit mobile version