ম্যানচেস্টার ডার্বিতে লাল জার্সিতে রোনালদোর খেলার সময়কার দৃশ্য। ছবি: সংগৃহীত
ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্লাব কিংবদন্তির মর্যাদা দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোও একাধিকবার রেড ডেভিলদের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করেছেন। রেড ডেভিলদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিতে খেলার সম্ভাবনাকে একসময় একদমই উড়িয়ে দিয়েছিলেন সিআরসেভেন। বেশ তাচ্ছিল্যের সাথেই বলেছিলেন, দরকার হলে কাতার গিয়ে খেলবো তবু ম্যান সিটিতে নয়।
পেপ গার্দিওলার ক্লাব ম্যানচেস্টার সিটির প্রতি নিজের অপছন্দের কথা বেশ ক’বারই বলেছেন রোনালদো। স্পোর্টিং লিসবন থেকে তাকে ওল্ড ট্রাফোর্ড এনে বিশ্বসেরা বানানো স্যার অ্যালেক্স ফার্গুসনের মতোই ম্যান সিটিকে নিয়ে বেশ তাচ্ছিল্য সহকারে মন্তব্য করেছিলেন রোনালদো।
ফার্গি বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটি আধিপত্য করতে পারে, কিন্তু সেটা আমার জীবদ্দশায় নয়।
এবার নিজের জীবদ্দশায়ই ফার্গি দেখলেন, ম্যান সিটি কেবল প্রিমিয়ার লিগে একাধিপত্যই করছে না, দলে ভেড়াতে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে, যাকে পুত্রবৎ স্নেহ করেন স্যার ফার্গি।
রোনালদো নিজেও ম্যান সিটির প্রতি সম্মান জানিয়ে কথা বলেননি আগে। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে রোনালদোকে প্রশ্ন করা হয়েছিল, আর্থিকভাবে শক্তিশালী ম্যান সিটিতে তাকে খেলতে দেখা যাবে কিনা। হেসে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন রোনালদো। বলেছিলেন, ম্যান সিটিতে খেলা আমার জন্য খুবই কষ্টের হবে। আপনি ভাবছেন এই ৩০ বছর বয়সে টাকার জন্য আমি মতামত পরিবর্তন করবো? টাকার জন্য খেলতে হলে প্রয়োজনে আমি কাতার যাবো, তবু সিটিতে নয়। কারণ কাতারে বোধহয় টাকা আরও বেশি। আর ফুটবলটা আসলে টাকার ব্যাপার নয়, আমার কাছে এটা প্যাশনের ব্যাপার।
Leave a reply