কাবুল বিমানবন্দরের বাইরে আরও রকেট হামলা এবং গাড়িবোমা বিস্ফোরণের সতর্কতা জারি করল মার্কিন সেনাবাহিনী।
মার্কিন বহর আরও হামলা ও বিস্ফোরণের পূর্বাভাস পেয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানে কর্মরত উদ্ধার অভিযানের কর্ণধার জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি। শুক্রবার (২৭ আগস্ট) তিনি এ কথা জানান।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল কেনেথ এফ ম্যাকেঞ্জি বলেন, গত কয়েকদিন ধরেই আইএসের তরফ থেকে আসছিল হুমকি। কিন্তু, সেটি মোকাবেলায় ঘাটতির কারণেই এত প্রাণহানি। তবে, এখানেই থামবে না আইএস। সামনে হতে পারে আরও হামলা। রকেট লঞ্চারের মাধ্যমে মিসাইল হামলা বা গাড়ি বোমা বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গিগোষ্ঠীটি। সেক্ষেত্রে বিমানবন্দরের বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকা তালেবানকে আরও সতর্ক থাকতে হবে।
কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে দুই দফা জোরালো বিস্ফোরণ ঘটানোর একদিন পরই এল নতুন এই সতর্কবার্তা। এর মাঝেই জার্মানি ঘোষণা দিয়েছে তারা আর উদ্ধার অভিযান পরিচালনা করবে না।

