বালু ভর্তি ট্রাক থেকে দেড় মণ গাঁজা উদ্ধার।
বালুর ট্রাকে করে সীমান্ত থেকে আসছে মাদক। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে নির্মাণ সামগ্রী বোঝাই এসব ট্রাক রাজধানী হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সম্প্রতি সিলেট সীমান্ত থেকে ঢাকা হয়ে নওগাঁ যাওয়ার সময় দেড় মণ গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সিলেট থেকে ঢাকা হয়ে গাঁজার চালান যাচ্ছে নওগাঁয়, এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে ডিএমপির গুলশান বিভাগের গোয়েন্দারা। রাজধানীর ভাটারায় সন্ধান মেলে একটি নির্মাণ সামগ্রী পরিবহনের ট্রাকের।
ট্রাকটি আটক করে চলে তল্লাশি। পুরো ট্রাক ভর্তি ছিল বালু। ট্রাক থেকে নামানো হয় সব বালু। আনলোডের পর ভেতর থেকে বেরিয়ে আসে ৫টি বস্তা। খুলতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট। মাপার পর জানা যায় সেখানে আছে দেড় মণ গাঁজা।
মাদক পরিবহনের সময় গ্রেফতার হওয়া দু’জন জানান, সিলেটের বিভিন্ন নদী থেকে বালু নিয়ে দেশের উত্তরাঞ্চলে নিয়মিত যাতায়াত করে তারা। এর আড়ালে মাঝে মাঝে মাদক পরিবহন করে।
জানা যায়, ভারত থেকে এসে সিলেটের নোয়াপাড়া হয়ে নওগাঁ যাবে এসব দ্রব্য। ট্রাক চালককে ফোন করে ট্রাক থামিয়ে সেখানে তোলা হয়েছে দ্রব্যগুলো। আরেকজন জানান, গাঁজা পরিবহনের বিনিময়ে ট্রাক চালককে ২৫ হাজার টাকা দেয়া হয়েছে।
গোয়েন্দা পুলিশ বলছে, এতো দিন ভারত থেকে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত ছিল গাঁজার অন্যতম রুট। এখন নতুন রুট পাওয়া গেল সিলেট সীমান্তে।
ডিবি উপ-কমিশনার মশিউর রহমান বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, এতদিন যারা আসবাব সামগ্রীর মধ্যে গাঁজা পরিবহণ করে তারা এবার নির্মাণ সামগ্রীর মধ্যে গাঁজা পরিবহন করবে। সেই তথ্যের আলোকে ঢাকার পূর্বাঞ্চলে আমরা চেকপোস্ট বসাই। একটা পর্যায়ে এই ট্রাককে সন্দেহ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা স্বীকার করে যে এখানে গাঁজা আছে।
শুধু গাঁজা নয়, ফেনসিডিল ইয়াবাসহ মাদক চোরাচালান বন্ধে বাস-ট্রাক-শ্রমিকদের সাবধান হওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
Leave a reply