Site icon Jamuna Television

ছেলেকে ভালোভাবে মানুষ করবে নুসরাত: তসলিমা

ছেলেকে ভালোভাবে মানুষ করবে নুসরাত: তসলিমা

ছবি: সংগৃহীত

গতকাল বৃহস্পতিবার দুপুরেই মা হয়েছেন নুসরাত জাহান। কলকাতার বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন, জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। টলিউডের তারকাদের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নুসরতের প্রশংসা করেছেন তসলিমা নাসরিনও।

এদিন ফেসবুকে একটি কথোপকথন শেয়ার করেছেন তসলিমা। তার মাধ্যমেই নিজের মত জানিয়ে দিয়েছেন। বাংলাদেশি লেখিকা পোস্টে লিখেছেন, বাচ্চা মানুষ করতে গিয়ে অনেকের জীবন নাশ হয়ে যায়। বাচ্চা তো যে কেউ হওয়াতে পারে, মানুষ করতে ক’জন পারে! মানুষ করতে পারলে কুলাঙ্গারে দুনিয়া এত ভরা থাকত না। নিজের এই পোস্টের শেষেই তসলিমা লেখেন, নুসরাত প্রতিষ্ঠিত মেয়ে। কারো দাসী-বাঁদি নয়। নিজের ইচ্ছের মূল্য দিতে জানে। সে তার সন্তানকে ভালো মানুষ করবে, এ আমার বিশ্বাস।

উল্লেখ্য, নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই নেটদুনিয়ায় তুমুল হই-হট্টগোল শুরু হয়। এ সময় অভিনেত্রীকে নানা কুকথা বলা হয়। নুসরাতের সন্তানের বাবা কে? এই প্রশ্নও করা হয়। এত বিতর্কের মাঝেও নিজের মাথা ঠান্ডা রেখেছিলেন নুসরাত। শোনা যায়, নিজে একা ফ্ল্যাট থেকে নেমে গাড়িতে করে নাকি হাসপাতালে গিয়েছিলেন তিনি।বৃহস্পতিবার সন্তানের জন্ম দেন।

নুসরাতের সন্তানের জন্মের পরই তাকে শুভেচ্ছা জানান রাজ চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়নী ঘোষ, তনুশ্রী চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকারা।

নুসরাতের প্রাক্তন সঙ্গী নিখিল জৈন বলেন, ‘ওর সঙ্গে আমার মতপার্থক্য থাকতেই পারে। তবে এই সময়ে তা গুরুত্ব পায় না। নবজাতক সুস্থ থাকুক এটাই চাই। মা-ও সুস্থ থাকুক।

এনএনআর/

Exit mobile version