ধর্ষণ ও যৌন নির্যাতনের চারটি অভিযোগে রিমান্ডে ম্যান সিটি তারকা

|

বেঞ্জামিন মেন্ডি। ছবি: সংগৃহীত

ধর্ষণ ও যৌন নির্যাতনের চারটি অভিযোগে ক্লাব থেকে বহিষ্কৃত হয়েছেন ম্যানচেস্টার সিটির লেফট ব্যাক বেঞ্জামিন মেন্ডি। বিশ্বকাপ জয়ী এই ডিফেন্ডারকে পুলিশি হেফাজতে রিমান্ডে নেয়া হয়েছে। আজ শুক্রবার (২৭ আগস্ট) মেন্ডিকে আদালতে হাজির করার কথা, জানিয়েছে গোল ডটকম।

ম্যান সিটির এই লেফটব্যাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে চেশায়ার পুলিশ। ২৭ বছর বয়সী এই ফরাসি ফুটবলারের বিরুদ্ধে চারজন ধর্ষণের অভিযোগ তুলেছে পুলিশের কাছে।

এক বিবৃতিতে চেশায়ার পুলিশ জানিয়েছে, একজন লোকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গঠনের জন্য চেশায়ার পুলিশকে অনুমোদন দিয়েছে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস। তার নাম বেঞ্জামিন মেন্ডি, বয়স ২৭ বছর। চারটি ধর্ষণ এবং একটি যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগ তুলেছেন ১৬ বছরের বেশি বয়সী তিনজন, এবং ঘটনাগুলো ঘটেছে অক্টোবর ২০২০ থেকে আগস্ট ২০২১ এর মধ্যে।

পুলিশ বেঞ্জামিন মেন্ডির বিরুদ্ধে অভিযোগ গঠন করায় তদন্ত চলাকালে তাকে বহিষ্কার করার খবর নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। এটি আইনি প্রক্রিয়া হওয়ায় তা শেষ না হওয়া পর্যন্ত বিষয়টিতে কোনো মন্তব্য করতে পারছে না ম্যান সিটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply