কাবুল বিস্ফোরণের ঘটনায় রশিদ খান ও মোহাম্মদ নবীর নিন্দাজ্ঞাপন

|

দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী (বায়ে) ও রশিদ খান (ডানে)। ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরে বিস্ফোরনের ঘটনায় নিন্দা জানিয়েছে দুই আফগান ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবী।

টুইটারে রশিদ খান লিখেছেন, আবারও রক্তাত্ব কাবুল। দয়া করে আফগান হত্যা বন্ধ করুন।

রশিদ খানের টুইট। ছবি: সংগৃহীত

কাবুল বিমানবন্দরের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে টুইট করেন আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবী। এ রকম কঠিন সময়ে আফগানদের দিকে সাহায্যের হাত বাড়ানোর জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মোহাম্মদ নবীর টুইট। ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে জোরালো বোমা বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা ৯০ ছাড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। প্রাণ হারিয়েছেন ১৩ মার্কিন সেনা এবং ২৮ তালেবান সদস্য। বিস্ফোরণের মাত্র ২০ মিনিট আগে বিমানবন্দর এলাকায় অবস্থান করা কয়েকজন বাংলাদেশি নিরাপদে আছেন বলে জানা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply