
২৪ ঘণ্টার মধ্যে মুগদায় আলোচিত হত্যা মামলার মূল আসামিসহ পলাতক ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
২৪ ঘণ্টার মধ্যে মুগদায় আলোচিত হত্যা মামলার মূল আসামিসহ এজাহারনামীয় পলাতক ৪
আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রিপন (১৯), মো. খোকন (২১), মো. মোস্তফা (৪২) ও খুকি (৪০)।
মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার ভুক্তভোগী নাসির (৪৫) গত কোরবানির ঈদের দিন শামীমের সাথে কসাইয়ের কাজ করে। কিন্তু উক্ত কাজের জন্য শামীম এখনও পারিশ্রমিক পরিশোধ করেনি। ২৫ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগী নাসির শামীমের নিকট উক্ত কাজের টাকা চাইতে যায়। এই সময়ে মোস্তাক ফকির বাঘা সেখানে উপস্থিত ছিল। তখন মোস্তাক ফকির বাঘা শামীমের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে উক্ত টাকা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে মোস্তাফ ফকির বাঘার সাথে নাসিরের কথা কাটাকাটি এবং ঝগড়া হয়। এরপর কথা কাটাকাটির জের ধরে আসামিরাসহ অন্যান্য আসামিরা ২৫ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মুগদা থানাধীন ১২২ নম্বর উত্তর মুগদাস্থ আমির মিয়ার বাড়ির সামনে নাছিরের পথ রোধ করে এলোপাতাড়িভাবে লাথি কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে মোস্তাক ফকির বাঘার নির্দেশে মো. রিপন মোস্তাক ফকির বাঘার দোকান থেকে গরু কাটার ছুরি নিয়ে এসে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন নাসিরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার নাসিরকে মিটফোর্ড হাসপাতালে নেওয়ার জন্য মৌখিকভাবে পরামর্শ প্রদান করেন। পরবর্তীতে নাসিরের আত্মীয় স্বজনদের সহায়তায় তাকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসিরকে দ্রুত আইসিইউতে ভর্তি করানোর পরামর্শ প্রদান করেন এবং মৌখিকভাবে জানান যে, মিডফোর্ড হাসপাতালে কোনো আইসিইউ বেড খালি নাই। এরপর নাসিরের আত্মীয় স্বজনরা তাকে নিয়ে মিডফোর্ড হাসপাতাল থেকে ইউনি হেলফ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করান। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ২৬ তারিখ ৬টার দিকে নাসিরের মৃত্যু হয়।
ইউএইচ/



Leave a reply