Site icon Jamuna Television

সকালে দাফন, রাতের আঁধারে শিশুর লাশ কবরের ওপর!

রাতের আঁধারে দাফনকৃত শিশুর লাশ কে বা কারা তুলে রেখে গেছে কবরের ওপরে।

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে ক্যান্সার আক্রান্ত তানজিমা পারভীন (১৩) নামে এক শিশুর মরদেহ দাফনের পর রাতের আঁধারে কে বা কারা তার মরদেহ তুলে কবরের উপর ফেলে রেখে গেছে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিবাগত রাতে শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামে এ অমানবিক ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তানজিমা পারভীনের মরদেহ দাফন করা হয়েছিল বলে জানিয়েছে তার পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, ক্যান্সার আক্রান্ত তানজিমা গতকাল বৃহস্পতিবার সকালে মারা যায়। পরে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়। তবে রাতে কে বা কারা তানজিমার মরদেহ কবর থেকে তুলে উপরে রেখে যায়। পরে তার মরদেহ বিজিবি সদস্যদের উপস্থিতিতে পুনরায় একই স্থানে দাফন করা হয়েছে।

শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (এস আই) খবীর ঘটনাস্থল থেকে জানান, মরদেহটি পুনরায় কবর দেয়া হয়েছে। ঘটনাটি উদঘাটনের তদন্ত চলছে।

/এসএইচ

Exit mobile version