Site icon Jamuna Television

এবার টাঙ্গাইলের বিচারককে বোমা মেরে হত্যার হুমকি

টাঙ্গাইল প্রতিনিধি:

জয়পুরহাটের পর এবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনকে জঙ্গি সংগঠন পরিচয়ে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে চিঠি দেয়া হয়েছে। এছাড়া তাকে হত্যা করতে ব্যর্থ হলে তার দফতরে আউট সোর্সিং হিসেবে প্রসেস সার্ভার পদে চাকুরীরত এক ছেলেকে জবাই করে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারককে তালেবান পরিচয়ে হত্যার হুমকি দেয়া হয়

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বিচারক খালেদা ইয়াসমিন হুমকির চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় টাঙ্গাইলের বিচারকদের মাঝে আতঙ্ক কাজ করছে। নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বিচারক খালেদা ইয়াসমিনসহ তার পরিবারের লোকজন। 

আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) একটি খাকী খামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনের কাছে একটি চিঠি আসে। সেখানে প্রেরকের স্থানে জুবায়ের রহমানের নাম লেখা রয়েছে। চিঠিতে টাঙ্গাইল থেকে বদলি না হয়ে গেলে তাকে বোমা মেরে হত্যার হুমকি দেয়া হয়েছে।

এদিকে, চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন  জানান, চিঠিটি পাওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সাথে বিচারক খালেদা ইয়াসমিন ও তার পরিবারের লোকজনদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে টাঙ্গাইল র‍্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, র‍্যাবের সকল টিম বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।

/এস এন

Exit mobile version