Site icon Jamuna Television

চাচাতো ভাইয়ের জানাজায় যাওয়ার পথে আরও দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

নিহত এক চাচাতো ভাইয়ের লাশ।

পাবনা প্রতিনিধি:

এক চাচাতো ভাই মারা গেছেন অসুস্থতায়। তার নামাজে জানাজা পড়াবেন আরেক চাচাতো ভাই। তাকে মোটরসাইকেলে আনতে যান আরেক চাচাতো ভাই। কিন্তু, পথিমধ্যে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো দুই চাচাতো ভাইয়েরই প্রাণ। একইদিনে তিন আপন চাচাতো ভাই মারা যাওয়ার ঘটনায় শোকস্তব্ধ পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের উত্তর পেঁচাকোলা গ্রাম।

নিহতদের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাতে হযরত আলীর ছেলে শিশু মাহফুজ (১৪) শ্বাসকষ্টে মারা যান। তার নামাজে জানাজার সময় নির্ধারণ হয় সকাল দশটায়। এ নামাজে জানাজায় ইমামতি করবেন বলে তার এক চাচাতো ভাই হাফেজ আল আমিন (৩২) রওনা দেন টাঙ্গাইল থেকে। আল আমিনকে বাঘাবাড়ি থেকে মোটর সাইকেলে আনতে যান তাদের আরেক চাচাতো ভাই হাফেজ মোস্তফা কামাল (২৪)। তাকে নিয়ে রওনা হলে পথিমধ্যে বাঘাবাড়ির বিন্নেদাড়ি নামক স্থানে বাসের সাথে সংঘর্ষে তারা দুইজনই নিহত হন।

নিহত আপন দুই চাচাতো ভাই হাফেজ আল আমিন চর নাকালিয়া গ্রামের আবু সামা এবং অপর নিহত হাফেজ মোস্তফা কামাল একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

সকাল দশটায় অসুস্থতায় মৃত্যুবরণকারী মাহফুজের নামাজে জানাজা শেষে তাকে পেঁচাকোলা ঈদগাহে দাফন করা হয়। অপরদিকে সড়ক দুর্ঘটনায় নিহত অপর দুই চাচাতো ভাইয়ের নামাজে জানাজা বাদ আসর চর নাকালিয়াতে অনুষ্ঠিত হওয়ার পর তাদের দাফন করা হবে বলে জানিয়েছে পরিবার।

/এস এন

Exit mobile version