Site icon Jamuna Television

আর্মেনিয়ার পার্লামেন্টে তুলকালাম!

আর্মেনিয়ার পার্লামেন্টে মারামারিতে জড়িয়ে পড়া আইনপ্রণেতাদের শান্ত করতে চেষ্টা করছেন নিরাপত্তারক্ষীরা।

তুলকালাম কাণ্ড ঘটলো আর্মেনিয়ার পার্লামেন্টে। ক্ষমতাসীন এক মন্ত্রী সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দেশদ্রোহী বলায় ক্ষমতাসীন ও বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যদের মধ্যে সূচনা হয় সংঘর্ষের।

গত বুধবার (২৭ আগস্ট) আর্মেনিয়ার পার্লামেন্টে রীতিমতো মারামারিতে জড়ান দেশটির আইনপ্রণেতারা।

জানা গেছে, অধিবেশন চলাকালে আর্মেনিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রীকে দেশদ্রোহী আখ্যা দেন দেশটির বর্তমান সরকারের এক মন্ত্রী। সেটি নিয়েই বিবাদে জড়ায় দুই দল। এরপর হাতের কাছে যে যা পেয়েছেন সেটাই ছুঁড়ে মারেন পরস্পরের দিকে।

অনাকাঙ্ক্ষিত এ পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিক অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। রীতিমতো টেনে-হিচড়ে এমপিদের আলাদা করে নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, বির্তকিত নাগার্নো-কারাবাখ ইস্যুতে আজারবাইজানের কাছে পরাজয় বরণের পর থেকেই, চাপে রয়েছে দেশটির সরকার।

/এসএইচ

Exit mobile version