Site icon Jamuna Television

ইনিংস পরাজয় এড়াতে পাহাড়ে চড়তে হবে ভারতের

ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার হেডিংলি টেস্টের নিয়ন্ত্রণ ইংলিশদের হাতে। ছবি: সংগৃহীত

চলমান হেডিংলি টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ইনিংস পরাজয় এড়ানোর জন্যই প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হওয়া ভারতের করতে হবে আরও ৩৩৪ রান। ইংলিশদের ইনিংস ৪৩২ রানে শেষ হবার পর দ্বিতীয় ইনিংসে প্রতিবেদনটি লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ বিনা উইকেটে ২০ রান।

প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয়ে সিরিজের তৃতীয় টেস্টের শুরুতেই ব্যাকফুটে চলে যায় সফরকারী ভারত। জো রুটের দুর্দান্ত সেঞ্চুরির সাথে বার্নস, হামিদ ও মালানের তিনটি হাফ সেঞ্চুরিতে বড় সংগ্রহ করে ভারতকে রানের পাহাড়ের নিচে চাপা দেয়ার কাজটা সম্পন্ন করে ইংলিশরা। আগের দিনের রানের সাথে ৮ রান যোগ করতেই শেষ দুটি উইকেট হারায় স্বাগতিকরা।

৩৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল খেলছেন বেশ দেখেশুনেই। ২০ রান তুলেছেন তারা ১৫ ওভারে। মূলত ম্যাচটা কোনোভাবে বাঁচানোই এখন তাদের কাজ। অ্যান্ডারসন অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে কাজটা কীভাবে করবে ভারত, সেটাই এখন দেখার বিষয়।

Exit mobile version