Site icon Jamuna Television

কুড়িগ্রামে খুনির গ্রেফতারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের পুরাতন রেজিস্ট্রিপাড়া এলাকায় জমিজমার বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় আমজাদ হোসেন (৫৫) নিহত হয়। ঘটনার তিনদিন পরও মূল হত্যাকারী মোশাররফ হোসেন মিরু গ্রেফতার না হওয়ায় মঙ্গলবার দুপুরে এলাকাবাসী কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন-মিজানুর রহমান মিজু, আব্দুল মোত্তালেব, নুরজাহান বেগম, মিন্টু হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, পুলিশ এ ঘটনায় বিদ্যুৎ (১৭) ও খালেক (২২) নামে দু’জনকে গ্রেফতার করলেও মূল আসামী এখনও ধরাছোঁয়ার বাইরে। আগামী ৭ দিনের মধ্যে হত্যাকারী মোশাররফ হোসেন মিরুকে পুলিশ গ্রেফতারে ব্যর্থ হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়ার আল্টিমেটাম দেয়া হবে।

উল্লেখ্য গত রোববার দুপুরে জমিজমার বিরোধের জের ধরে সন্ত্রাসীদের হামলায় আমজাদ হোসেন নিহত হয়।

Exit mobile version