Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার ও বালু বোঝাই ট্রলারের সংঘর্ষে বহু হতাহতের শঙ্কা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌ দুর্ঘটনা, অন্তত ১১ জন নিহত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:.

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সাথে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইস্কা বিলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে রওনা হয়েছে।

দূর্ঘটনা কবলিত নৌকায় থাকা আঁখি আখতার জানান, নৌকাটি বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় অন্তত ৭০জন যাত্রী নিয়ে ছেড়ে আসে। এই নৌকায় আমি, আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ী ব্রাহ্মণবাড়িয়ায় আসতে ছিলাম। পথিমধ্যে একটি বালু বোঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। আমি সাঁতরে উঠতে পারলেও আমার ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ীর এখনো সন্ধান পাইনি।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ইতোমধ্যেই পুলিশ পাঠানো হয়েছে। ঢাকা থেকে ডুবুরি খবর দেয়া হয়েছে।

/এসএইচ

Exit mobile version