Site icon Jamuna Television

আফগানিস্তান থেকে ফুটবলার ও অন্যান্য ক্রীড়াবিদদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ফিফা

আফগানিস্তান থেকে ফুটবলারসহ অন্যান্য অ্যাথলেটদের সরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ফিফা।

আফগানিস্তান থেকে সে দেশের ফুটবলার ও অন্যান্য ক্রীড়াবিদদের সরিয়ে নিতে অন্যান্য দেশের সরকারের সাথে আলোচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা। এরই মধ্যে ৫০ জন আফগান মহিলা ক্রীড়াবিদকে সরিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

তালেবান আফগানিস্তানের দখল নেবার পর থেকেই দেশ ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। কাবুল বিমান বন্দরে গেলো সপ্তাহেই উড়ন্ত বিমান থেকে পরে মারা গেছেন বয়সভিত্তিক আফগান জাতীয় দলের এক ফুটবলার। যা নাড়া দিয়েছে ফিফাকে।

তাই ফুটবলারসহ অন্যান্য ক্রীড়াবিদদের সে দেশ থেকে নিরাপদে সরিয়ে আনতে বেশ কয়েকটি দেশের সরকারকে চিঠি দিয়েছে ফিফা। এক বিবৃতিতে জানানো হয়, সেখানকার পরিস্থিতি খুবই অস্থিতিশীল এবং চ্যালেঞ্জিং। তারপরও ফিফা নিরাপদে খেলোয়াড়দের বের করে আনতে কাজ করে যাচ্ছে।

/এসএইচ

Exit mobile version