সবচেয়ে শুষ্ক মরুভূমিতে তুষারপাত!

|

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি হিসেবে পরিচিত আতাকামায় হয়েছে তুষারপাত।

প্রকৃতির খেয়ালি আচরণের আরেকটি নজির দেখা গেলো চিলির আতাকামা মরুভূমিতে। বিশ্বের অন্যতম শুষ্ক জায়গা হিসেবে পরিচিত আতাকামা মরুভূমিতে এবার হয়েছে তুষারপাত!

গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) চিলিস্থ আতাকামা মরুভূমির এল সালভাদর এলাকায় দেখা গেল বিরল এ দৃশ্য। অল্প-সল্প নয় বেশ ভারি তুষারপাত হয়েছে কয়েক ঘণ্টাব্যাপী। প্রায় ৬ ইঞ্চি পুরু বরফের আস্তরণে ঢাকা পড়ে মরুভূমির বিস্তীর্ণ এলাকা।

পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি হিসেবে বিবেচনা করা হয় আতাকামাকে। বছরে গড়ে মাত্র ১২ থেকে ১৬ মিলিমিটার বৃষ্টি হয় প্রশান্ত মহাসাগর পাড়ের রুক্ষ এই জায়গাটিতে। বিরল তুষারপাতের ঘটনায় আলোড়ন সৃষ্টি হয়েছে এল সালভাদরের বাসিন্দাদের মধ্যে। অনেকেই মেতে ওঠেন বিরল এ সৌন্দর্য্য উপভোগে।

বিজ্ঞানীদের ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই আগস্টে বিরল এ তুষারপাত হয়েছে মরুভূমিতে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply