এক সময়ের জনপ্রিয় সিন্থ পপ ব্যান্ড মর্ডান টকিংস। আশির দশকে যাদের গানগুলো রাতারাতি জনপ্রিয় হয়েছিল। সেই মর্ডান টকিংস আবারও ফিরছে সঙ্গীত ভুবনে।
ইউ আর মাই হার্ট, চেরি চেরি লেইডি ইত্যাদি গানগুলো এখনো রয়েছে সঙ্গীতপ্রেমীদের প্লে-লিস্টে। মাঝে বেশ কিছুদিন কোনো নতুন গান গায়নি ব্যান্ডটি। বলা তারা সঙ্গীত ভুবন থেকে হারিয়েই গিয়েছিল। তবে এবার তারা নতুন অ্যালবামের মধ্যে দিয়ে ফিরেছেন।
২০০৩ সালে প্রকাশ পায় তাদের সর্বশেষ অ্যালবাম। এরপরই টমাস এন্ড্রাস ও ডিটার ভোহলেন আলাদা হলে ভেঙে যায় ব্যান্ডটি। কিন্তু থেমে থাকেননি টমাস। একাই তিনি মর্ডান টকিংস এর জনপপ্রিয় গানগুলো পারর্ফম করেন।
কিছুদিন আগেই টমাস এক ইন্টারভিউতে জানান, ডিটার সঙ্গে তার সব ঝামেলার অবসান ঘটলো, তাই এবার তারা শুরু করতে যাচ্ছে তাদের নতুন অ্যালবামের কাজ। নতুন গানের সাথে সাথে অ্যালবামে থাকছে তাদের পুরনো জনপ্রিয় কিছু গানের রিমিক্স ভার্সন।

