
ছবি: সংগৃহীত
ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। একদম শেষ মুহুর্তে ম্যানসিটিতে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে তার ম্যানইউতে যোগ দেয়ার খবর নিশ্চিত করেছে ক্লাবটির ওয়েবসাইট।
গত দুদিন ধরে আকাশ-বাতাস সর্বত্র শোনা যাচ্ছিলো ম্যানসিটিতে যাচ্ছেন রন। তুরিন থেকে ব্যক্তিগত প্লেনে যখন বসলেন তখনও সবাই কমবেশী নিশ্চিত যে সিটিতেই যাচ্ছেন তিনি। কিন্তু যা কেউ ভাবেই্নি সেটিই করে বসলেন রোনালদো। পুরোনো ঘর ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন সিআরসেভেন।
রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেস ইতোমধ্যেই হাতে পেয়েছেন ম্যানইউয়ের কন্ট্রাক্ট প্রোপোজাল, ফলে রোনালদোর ওল্ড ট্রাফোর্ডে ফেরা এখন নিশ্চিত। হোর্হে জানিয়েছেন, রোনালদোও ফিরতে চান পুরোনো ঘরে। আগামী ২০২৩ পর্যন্ত ম্যানইউয়ের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো।
/এসএইচ



Leave a reply