Site icon Jamuna Television

সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক মারা গেছেন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, কিশোরগঞ্জ-৩ আসনের প্রাক্তন সংসদ সদস্য ড. মিজানুল হক আজ সন্ধ্যায় মারা গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে প্রকাশিত এক শোক বার্তায় এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক সংসদ সদস্য ড. মিজানুল হক। শনিবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ড. মিজানুল হক ১৯৯১ ও ১৯৯৬ সালে কিশোরগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

Exit mobile version