Site icon Jamuna Television

গুলশান দুর্ঘটনায় আহতরা কেমন আছেন?

বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকার ফুটপাতে তুলে দেয় অভিনয়শিল্পীরা। এতে আহত হয়েছেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ, খায়রুল বাসারসহ পাঁচ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন।

আহত জোনায়েদ আছেন আইসিইউতে। কাল সকালে তার অপারেশন করা হবে বলে জানিয়েছেন নেটওয়ার্কের বাইরে ওয়েবসিরিজের পরিচালক মিজানুর রহমান আরিয়ান ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন এমন তথ্য। তিনি বলেছেন জোনায়েদ এখন কথা বলতে পারছেন। তিনি এখন শঙ্কামুক্ত। এছাড়া আহত নাফিসও আছেন আইসিইউতে। তার অবস্থাও এখন উন্নতির দিকে। তবে তারও অস্ত্রোপচার প্রয়োজন হবে।

মিজানুর রহমান আরিয়ান তার স্ট্যাটাসে জানিয়েছেন, নাজিফা তুষির ঘাড়ের হাড় ডিসব্যালেন্স হয়ে গেছে। ডাক্তার তাকে পর্যবেক্ষণে রেখেছে। এছাড়া শরিফুল রাজেরও একটি হাতের সন্ধিতে ডিসব্যালেন্স হয়ে গেছে। খায়রুল বাসারের বুকের পাঁজরের ২টি হাড় ভেঙে গেছে। তবে তিনিও এখন আশঙ্কামুক্ত।

Exit mobile version