কাবুল বিমানবন্দরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০

|

কাবুল বিমানবন্দরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭০ এ দাঁড়িয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা।

কাবুল বিমানবন্দরে বৃহস্পতিবারের শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে। খবর আলজাজিরার। অন্যদিকে, রয়টার্স স্থানীয় স্বাস্থ্যকর্মীদের বরাতে বলছে, মার্কিন সৈন্য ছাড়াই নিহতের সংখ্যা ১৭০ এর বেশি।

এরই মাঝে, কাবুল বিমান বন্দরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী- আইএসের খোরাসান শাখা।

পেন্টাগন মুখপাত্র জন কারবি বলেন, কাবুল বিমান বন্দর এখনও সুনির্দিষ্ট ও সম্ভাব্য হামলার ঝুঁকিতে আছে। আমরা সতর্কতার সাথে এসব সম্ভাব্য হামলার ব্যাপারে তদন্ত করে দেখছি। সেখানকার পরিস্থিতি এতটাই জটিল যে এখানে একটু পরেও কি ঘটতে যাচ্ছে তা আঁচ করা যাচ্ছেনা। প্রতি মুহুর্তে পরিস্থিতি বদলাচ্ছে এখানে।

ইতোমধ্যেই নিজ দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নেয়ার কাজ অনেকটাই শেষ করে এনেছে যুক্তরাষ্ট্র ছাড়া তাদের অন্যান্য মিত্র দেশগুলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply