
এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা গেছে। নিখোঁজ আরও অনেকে।
ব্রাহ্মণবাড়িয়া যাত্রীবাহী নৌকার সাথে বালুবোঝাই ট্রলাররের সংঘর্ষে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ আরও অনেকে। নৌকাটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল। এ ঘটনায় আটক করা হয়েছে বাল্কহেডের তিন শ্রমিককে।
এরমধ্যে ১৭ জনের নাম-পরিচয় শনাক্ত করেছে জেলা প্রশাসন। পাশাপাশি ১৭টি মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ১৭ জনের মধ্যে একজন যুবক ছাড়া বাকি সবাই নারী ও শিশু।
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলছে নিহতদের মরদেহ শনাক্তের প্রক্রিয়ার কাজ। সেখানে শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন জানান, জেলা সদর হাসপাতালে মরদেহগুলো নিয়ে আসা হয়েছে। তাদের স্বজনরা মরদেহ শনাক্ত করতে এখানে এসেছেন। শনাক্তের পর মরদেহগুলো হস্তান্তর করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নৌকা ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া নিহত প্রত্যেক পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান।
ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনায় কাদের নাম ও পরিচয় জানা গেছে দেখুন এখানে।



Leave a reply