Site icon Jamuna Television

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের দলে নতুন ৯ মুখ

সেলেসাও কোচ তিতে বাছাইপর্বের ম্যাচে খেলতে দলে ডেকেছেন নতুন ৯ জনকে।

কোয়ারেন্টাইন জটিলতায় ইংল্যান্ড-স্পেনের বিভিন্ন ক্লাবে খেলা ফুটবলারদের না পাওয়ার অনিশ্চয়তা থেকে ৯ জনকে নতুন করে দলে ডেকেছেন ব্রাজিল কোচ তিতে।

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে তিনটি ম্যাচের জন্য ২৫ জনের যে দল ঘোষণা করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন, সে দলের ১১ জনই খেলেন ইংল্যান্ড ও স্পেনে। কোয়ারেন্টাইনের কারণে অন্তত আসন্ন ২ রাউন্ড তাদের পাবে না ক্লাবগুলো, আর তাই এদের ছাড়পত্র দেয়নি তারা।

এমন অবস্থায় নতুন করে ব্রাজিল তাদের জাতীয় দলে ডেকেছে মিরান্ডা, হাল্ক এবং ভিনিসিয়ুস জুনিয়রদের। প্রথমবার ডাক পেয়েছেন মিডফিল্ডার এডেনিলসন ও ম্যাথিয়ুস এবং গোলরক্ষক এভারসন। তবে ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনও আশা করছে ইংলিশ ও স্প্যানিশ লিগের ফুটবলারদের শেষ পর্যন্ত পাবে তারা।

ফিফা দুই লিগকে ফুটবলার ছাড়ার নির্দেশও দিয়েছে। ব্রাজিল আগামী ২ সেপ্টেম্বর চিলি, ৫ সেপ্টেম্বর চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ৯ সেপ্টেম্বর পেরুর মুখোমুখি হবে। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে টেবিলের শীর্ষে এখন ব্রাজিল।

এ অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি কাতার বিশ্বকাপে খেলবে।

/এসএইচ

Exit mobile version