বেশ কিছু অস্ত্রসহ আফগানিস্তান থেকে আসা একটি ট্রাক থেকে জব্দ করেছে পাকিস্তান। পাকিস্তানের কাস্টমস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গতকাল শুক্রবার (২৮ আগস্ট) তোরখাম সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হয় ট্রাকটি।
পাকিস্তানের কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটকানো হয় ট্রাকটি, তল্লাশি চালিয়ে পাওয়া যায় বেশ কিছু রাইফেল, পিস্তল ও গোলাবারুদ। অন্যান্য মালামালের নিচে লুকিয়ে রাখা হয়েছিলো অস্ত্রগুলো। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাক চালককে।
অস্ত্রগুলো পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশওয়ারে পাচার করা হচ্ছিলো বলে জানায় পাক প্রশাসন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা তোরখাম। আফগান প্রদেশ নানগারহার ও পাক প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মধ্যে সংযোগের প্রধান রুট এটি।
/এসএইচ

