লিডস টেস্টের ৩য় দিন শেষে ১৩৯ রানে পিছিয়ে ভারত

|

৯১ রানে অপরাজিত আজিঙ্কা রাহানে।

লিডস টেস্টের লড়াইয়ে ফেরার চেষ্টা করছে ভারত। প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থেকে তৃতীয়দিন শেষে ভিরাট কোহলির দলের স্কোর ২ উইকেটে ২১৫ রান। এখনও ১৩৯ রানে পিছিয়ে ভারত।

এদিন ৮ উইকেটে ৪২৩ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। ওভারটন ও রবিনসনকে দ্রুত আউট করেন দুই পেসার সামি ও বুমরাহ। ৪৩২ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। সর্বোচ্চ ১২১ রান করেন অধিনায়ক জো রুট। আর চার উইকেট নেন মোহাম্মদ সামি।

প্রথম ইনিংসে ৭৮ রানে অলআউট হওয়া ভারত ২য় ইনিংসে অবশ্য দারুণ খেলছে। লোকেশ রাহুল ৮ রানে ফিরে গেলেও, রোহিত শর্মা ও চেতেশ্বর পুজারা ৮২ রানের পার্টনারশিপ গড়েন ২য় উইকেটে জুটিতে। রোহিত ৫৯ রানে সাজঘরে ফিরলে, ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন পুজারা ও অধিনায়ক কোহলি। দিনশেষে পুজারা ৯১ ও কোহলি ৪৫ রানে অপরাজিত আছেন।

সিরিজে ১-০’তে এগিয়ে আছে ভারত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply