Site icon Jamuna Television

ঘাতক বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ক্রিকেটার নিরব

ক্রিকেটার শহীদুল ইসলাম নিরব।

যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তরুণ ক্রিকেটার শহীদুল ইসলাম নিরব। ২৬ বছর বয়সী নিরব ছিলেন ঢাকা বিভাগের ফার্স্ট ক্লাস ক্রিকেটের নিয়মিত মুখ।

গতকাল শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় অনুশীলন শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর ফার্মগেটে একটি বাস নিরবের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিরবের পিছনে বসে ছিলেন তার বন্ধু আফজাল হোসেন। দুর্ঘটনায় আহত হন তিনি।

নিরব ও আফজালকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিরবের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ-কোয়াব।

/এসএইচ

Exit mobile version