Site icon Jamuna Television

স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। ছবি: সংগৃহীত

কোভিড স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। বেশ কয়েকজন কৌসুলির দায়ের করা মামলায় আদালতের মুখোমুখি তিনি। বৃহস্পতিবার শুনানিতে অংশ নেন ফার্নান্দেজ।

গত বছর জুলাইয়ে স্ত্রীর জন্মদিনে প্রেসিডেন্সিয়াল প্যালেসে এক পার্টি আয়োজন করেছিলেন তিনি। অথচ সেসময় দেশজুড়ে চলছিল কঠোর লকডাউন। সব ধরনের সামাজিক জমায়েতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন প্রেসিডেন্ট। ছবিতে মাস্ক বিহীন অতিথিদের দেখা যায় জন্মদিনের পার্টিতে। ওই আয়োজনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই শুরু হয় তোলপাড়। প্রেসিডেন্টের কাছে পার্টিতে অংশ নেয়া অতিথিদের তালিকা চেয়েছে আদালত। স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জেল না হলেও মামলা নিষ্পত্তিতে বড় অংকের জরিমানা দিতে হতে পারে তাকে।

আলবার্তো ফার্নান্দেজ বলেন, কারও ক্ষতির উদ্দেশে এ আয়োজন ছিল না। এটা অবহেলাজনিত একটি ভুল ছিল। আর আমি সেজন্য দুঃখিত। যারা অংশ নিয়েছিলেন তাদের কেউই সংক্রমিত হননি।

ইউএইচ/

Exit mobile version