Site icon Jamuna Television

পাকিস্তানে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত কমপক্ষে ১৬

পাকিস্তানের একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন।

পাকিস্তানের একটি কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। শুক্রবার করাচির একটি রাসায়নিক করাখানায় এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফ্যাক্টরিতে আগুন লাগলে সেখানে আটকা পড়েন বেশ কিছু শ্রমিক। বিস্ফোরক দ্রব্য থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তাদের।

ভবন নির্মাণে অনিয়মসহ নানা অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে। আগুন লাগার কারণ উদঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পাকিস্তানে প্রায়ই ঘটে এমন অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে ২০১২ সালে একটি কারখানায় আগুন লেগে ২৬০ জন নিহত হন।

চিফ ফায়ার অফিসার মবিন আহমেদ বলেন, আমরা প্রথমে জানালা দিয়ে ঢোকার চেষ্টা করি। কিন্তু গ্রিল থাকায় সেখান দিয়ে ভেতরে ঢুকতে পারিনি। ছাদে গিয়েও দরজা বন্ধ পাই। পরে দেয়াল ও গ্রিল কেটে আমরা উদ্ধারকাজ চালাই। আরও কিছু মরদেহ উদ্ধার হবে বলে ধারণা করছি।

ইউএইচ/

Exit mobile version