
এবার অস্ত্র আইন বিরোধীদের কটুক্তি করে আলোচনায় বলসোনারো।
আবারও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। অস্ত্র ক্রয় সংক্রান্ত আইন পরিবর্তন বিষয়ে ওই মন্তব্যটি করেন তিনি।
গতকাল শুক্রবার (২৭ আগস্ট) বলসোনারো প্রকাশ্যে বলেন, প্রত্যেক নাগরিকের একটি করে রাইফেল কেনা দরকার।
ব্রাজিলে অস্ত্র ক্রয় সহজ করতে আইন পরিবর্তনের পক্ষে থাকা প্রেসিডেন্ট বোলসোনারো এ সময় প্রেসিডেন্টস প্যালেসের বাইরে অবস্থানরৎ অস্ত্র ক্রয় বিরোধীদের বিদ্রুপ করে উক্ত মন্তব্যটি করেন।
প্রেসিডেন্ট বোলসোনারো আরও বলেন, হাতে অস্ত্র থাকলে আপনার ওপর কেউ আধিপত্য দেখাতে পারবে না। জানি অস্ত্র ক্রয় ও বহন বেশ ব্যয় বহুল। অনেক নির্বোধ আছে, যারা বলবে অস্ত্র নয়-শস্য কিনুন। নিজেরা কিনতে চান না ঠিক আছে, যারা কিনতে চায় তাদের বিষয়ে ঘ্যানঘ্যান করা বন্ধ করুন।
/এসএইচ



Leave a reply