
ব্রাক্ষ্মণবাড়িয়ায় ট্রলার ডুবে মৃতের সংখ্যা বেড়ে ২২।
ব্রাহ্মণবাড়িয়ার লইছকা বিলে ট্রলারডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মিললো ২২ জনের মরদেহ।
স্বজনদের দাবি, এখনও অনেকেই নিখোঁজ। বিলপাড়ে উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে তাদের। নিখোঁজদের সন্ধানে শুক্রবার রাত থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। চলে গভীর রাত পর্যন্ত।
সকাল থেকে আবারও কাজে নেমেছেন কর্মীরা। দুর্ঘটনার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। রাতেই আটক করা হয় বাল্কহেডের তিন শ্রমিককে।
উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত ট্রলারটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চম্পকনগর থেকে শুক্রবার বিকেলে অন্তত ৭০ জন যাত্রী নিয়ে সদরের উদ্দেশে রওনা দেয়। বিপরীত দিকে থেকে আসা বালুবোঝাই একটি বাল্কহেড ধাক্কা দিলে ডুবে যায় ট্রলারটি।
/এসএইচ



Leave a reply