বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে যমুনার পানি

|

যমুনার পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে।

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারি বৃষ্টিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে জেলার অভ্যন্তরীণ নদ নদীগুলোতে বন্যা দেখা নিয়েছে। প্রতিদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামীণ রাস্তা ঘাট। এতে এসব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নিম্নাঞ্চলে বসবাস করা মানুষের ঘরবাড়িতে বন্যার পানি ঢুকে পড়েছে। তারা নৌকায় চলাচল করছে। বন্যার পানিতে প্লাবিত হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে, পানি বৃদ্ধির কারণে বিভিন্ন এলাকায় কৃষকের রোপা আমন ধানও তলিয়ে গেছে। একইসঙ্গে নদী সংলগ্ন অনেক এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। জেলার চৌহালী, এনায়েতপুর ও শাহজাদপুরে ব্যাপক নদী ভাঙ্গন হওয়ায় ভাঙ্গন কবলিত মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে। এসব এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে সরকারিভাবে ত্রাণ বিতরণ শুরু না হলেও ঢাকা বনানী থানা আওয়ামী লীগ এই বন্যা কবলিত মানুষের মাঝে দুই দিন যাবত ত্রাণ ও বস্ত্র বিতরণ করছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply