Site icon Jamuna Television

বিজয়নগর থেকে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ট্রলার দূর্ঘটনার পর নৌযান চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

যাত্রী বোঝাই ট্রলারডুবির ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে জেলা শহরে আসা সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (২৮ আগস্ট) এই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এ নিষেধাজ্ঞা সাময়িক বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বিজয়নগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আফসার জানান, ট্রলারডুবির ঘটনার পর বিজয়নগর থেকে সাময়িক সময়ের জন্য সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে নৌযান চালুর বিষয়ে জানানো হবে।

/এসএইচ

Exit mobile version