
ছবি: প্রতীকী
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (২৮ আগস্ট) সকালে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন এ তথ্য জানান।
তিনি বলেন, চক্রটি গত ৫ থেকে ৬ বছরে শতাধিক গাটি চুরি করেছে। চক্রে অন্তত ২০ জন সদস্য রয়েছে। গত কয়েক বছরে চক্রটি কয়েক কোটি টাকা হাতিয়েছে। দেশের বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে রাজধানীর ধোলাইখালে পার্টস বিক্রি করতো তারা। এছাড়াও তারা গাড়ির মালিকদের ফোন করেও টাকা দাবি করতো।
তিনি বলেন, এই গাড়িগুলো মাদক চোরাচালান কাজে ব্যবহার করা হতো। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চোরাই করা ৩টি পিকআপ, একটি দেশীয় পিস্তল ও ১টি সিএনজি উদ্ধার করা হয়েছে। চক্রের মূলহোতা আজিমের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ইউএইচ/



Leave a reply