Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মামলা, আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি। ফাইল ছবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় জেলার বিজয়নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এতে আটক ৫ জনের নাম উল্লেখ করে ৭ জনসহ অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে, এই ঘটনায় আটক করা হয় বালু বোঝাই ট্রলারের মাঝিসহ ৫ জনকে। আটককৃতরা হলেন, নৌকার মাঝি জমির মিয়া (৩৩), মাঝির সহকারী মো. রাসেল (২২), খোকন মিয়া (২২), মো. সোলায়মান (৬৪) ও মিস্টু মিয়া (৬৭)।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, নৌকাডুবির ঘটনায় জড়িত ৫ জনসহ বাল্কহেডটি (ইঞ্জিনচালিত বালুর নৌকা) আটক করা হয়েছে। এই ঘটনায় চম্পকনগরের সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

/এসএইচ

Exit mobile version