Site icon Jamuna Television

সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়ার সমাধি সরিয়ে নেয়া হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক। ফাইল ছবি

জাতীয় সংসদ ভবনের মূল নকশার বাইরে জিয়াউর রহমানের সমাধিসহ অন্যান্য স্থাপনা সরিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে ‘বঙ্গবন্ধু কর্মশক্তিতে বলিয়ান শিক্ষাদর্শন ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মরদেহ নেই বলে চ্যালেঞ্জও করেন মন্ত্রী। দাবি করেন, তখনই খুনিরা বলেছিল জিয়াউর রহমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রী বিএনপির প্রতি চ্যালেঞ্জ দিয়ে বলেন, পারলে ডিএনএ পরীক্ষা করে প্রমাণ দেন। জাতীয় সংসদ ভবন এলাকায় মূল নকশার বাইরে যা আছে সবকিছু সরিয়ে ফেলার আহবান জানান তিনি।

ইউএইচ/

Exit mobile version