Site icon Jamuna Television

ম্যান ইউতে ৭ নাম্বার জার্সি পাবেন রোনালদো?

রোনালদোকে কি দেখা যাবে ৭ নাম্বার জার্সিতে? ছবি: সংগৃহীত

ক্রিস্টিয়ানো রোনালদোর নামের সাথে সমার্থক হয়ে গেছে নাম্বার সেভেন জার্সি। সিআরসেভেন নামেই তাকে চেনে পুরো বিশ্ব। রোনালদো ব্র্যান্ডও যেন অসম্পূর্ণ ‘৭’ সংখ্যাটি ছাড়া। স্পোর্টিং লিসবন থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত সাত নাম্বার জার্সি গায়ে চাপিয়েছিলেন তিনি, তারপরের অধ্যায়টা তো ইতিহাস।

ম্যান ইউ ছাড়ার ১২ বছর পর আবার নিজ ঘরে, ওল্ড ট্রাফোর্ডে ফিরেছেন সিআরসেভেন। সেই আনন্দে উদ্বেলিত রোনালদো ও ম্যান ইউ এর বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য সমর্থক। তারা স্বপ্নে বিভোর, ওল্ড ট্রাফোর্ডে নিজের প্রথম অধ্যায়ের শেষে রেখে যাওয়া রেড ডেভিলদের বিখ্যাত ৭ নাম্বার জার্সি গায়ে চাপাবেন সিআরসেভেন। তবে এর মাঝে আছে একটি ‘কিন্তু’। কারণ রেড ডেভিলদের ৭ নাম্বার জার্সি এখন উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানির দখলে। তাই নিশ্চিত হওয়া যায়নি, ম্যানচেস্টার ইউনাইটেডে কোন জার্সি পরতে যাচ্ছেন তিনি।

এই ট্রান্সফার উইন্ডোতে ইউনাইটেড থেকে কাভানি চলে গেলে আর এই ইস্যুতে কোনো কথাই থাকতো না। কিন্তু গোল ডটকম নিশ্চিত করেছে, ম্যান ইউয়ের পরিকল্পনায় বেশ ভালোভাবেই আছেন কাভানি।

ইউনাইটেডের ৭ নাম্বার জার্সি ছাড়া অন্য কোনো জার্সিতেই খুশি হওয়ার কথা না রোনালদোর। ডেভিড বেকহাম, জর্জ বেস্ট, ডেনিস ল, এরিক ক্যান্টোনা, ব্রায়ান রবসনের রেখে যাওয়া বিখ্যাত জার্সিটা এখন খালি নেই ম্যান ইউতে। রিয়াল মাদ্রিদে রোনালদো শুরুর দিকে পরতেন ৯ নাম্বার জার্সি, ইউনাইটেডে যেটা এখন এ্যান্থনি মার্শিয়ালের। ইউনাইটেডে যেসব জার্সি খালি আছে সেসব হলো ১২, ১৫, ২৪, ৩০, ৩১, ৩৩ ও ৩৫।

নাম্বার সেভেন ছাড়া কিছুই গায়ে চড়াননি রোনালদো, ব্যাপারটা এমন নয়। স্পোর্টিং লিসবনে ২৮ নাম্বার জার্সি পরতেন তিনি। ম্যান ইউতে এসেও সেটাই নিতে চেয়েছিলেন তিনি। উল্টো স্যার অ্যালেক্স ফার্গুসনের কথায়ই আইকনিক ৭ নাম্বার জার্সির উত্তরাধিকার পান রোনালদো।

তাছাড়া রিয়াল মাদ্রিদে রোনালদো অধ্যায়ের শুরুতেও নাম্বার সেভেন জার্সি পাননি তিনি। রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেস ক্লাব ছেড়ে শালকেতে যোগ দেয়ার পরেই কাঙ্ক্ষিত ৭ নাম্বার জার্সি যায় রোনালদোর কাছে।

/এমই

Exit mobile version