
প্রতীকী ছবি।
দূষিত হওয়ার আশঙ্কা থেকে মডার্নার করোনা টিকা প্রয়োগ স্থগিত করেছিল জাপান। এবার জানা গেল ওইসব দূষিত টিকা নেয়া দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর স্ট্রেইটস টাইমসের।
এর আগে জাপানের গণমাধ্যম সূত্রে জানা যায়, সাতটি ভ্যাকসিন সেন্টারের ৩৯টি ভায়ালে শনাক্ত হয়েছে অনাকাঙ্ক্ষিত উপাদানটি। এরপরই মডার্নার কোভিড-১৯ টিকার বিপুলসংখ্যক ডোজের প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নেয় জাপান। এ সিদ্ধান্তের আগেই ওই দুজন করোনার টিকা নিয়ে ছিলেন। মৃত দু’জনই পুরুষ, তাদের বয়স ৩০’র ঘরে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মডার্নার টিকার দ্বিতীয় ডোজ নেয়ার কয়েক দিন পর ওই দুজন মারা যান। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।



Leave a reply