Site icon Jamuna Television

যশোরে দুইজন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মাননা প্রদান

যশোরে ১৫ আগস্ট ও জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা ও দুইজন বীর মুক্তিযোদ্ধাকে আর্থিক সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) যশোর জেলা যুবলীগের সদস্য আরাফাত রহমান বাসিতের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গনি খান পলাশ। এছাড়াও আলোচনা করেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান এবং সাবেক জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুখেন মজুমদার, যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফ হোসেন খোকন, অধ্যাপক মোয়াজ্জেম হোসেনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

Exit mobile version