Site icon Jamuna Television

মাসুদ রানার লেখক শেখ আবদুল হাকিম মারা গেছেন

জনপ্রিয় মাসুদ রানা সিরিজের অন্যতম লেখক শেখ আবদুল হাকিম আজ মারা গেছেন। তিনি পাঠকপ্রিয় এই সিরিজের ৯০ শতাংশ বইয়ের লেখক।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে মাদারটেকের নিজ বাসায় তিনি মারা যান। আবদুল হাকিমের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সেবা প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলোতে শেখ আবদুল হাকিমের নাম থাকতো না। সম্প্রতি বইগুলোর লেখকসত্ব নিয়ে সেবা প্রকাশনীর মালিক কাজী আনোয়ার হোসেনের সঙ্গে আইনি লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছিল।

শেখ আবদুল হাকিম ১৯৪৬ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। জীবনের বড় অংশ তিনি সেবা প্রকাশনীর লেখালেখিতে ব্যয় করেছেন। দীর্ঘদিন মাসিক রহস্য পত্রিকার সহ সম্পাদক ছিলেন শেখ আবদুল হাকিম।

Exit mobile version