Site icon Jamuna Television

বিয়ের কথা বলে সম্পর্ক গড়ে অস্বীকার, ইউপি চেয়ারম্যানের সহকারীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ফাইল ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার দুর্গম চরাঞ্চলের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ আবুল কালাম আজাদ ওরফে বাবুকে (৩৫) আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

শুক্রবার(২৭ আগস্ট) রাতে হরিরামপুর থানায় মামলাটি করেন ওই গৃহবধূ। বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।

মামলার অভিযুক্ত বাবু হরিরামপুরের লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। তিনি স্থানীয় রস্তমপুর গ্রামের বাসিন্দা।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী বাবু বেশিরভাগ সময় ইউনিয়ন পরিষদেই থাকেন।ওই গৃহবধূর বাড়ি ইউনিয়ন পরিষদের পেছনে হওয়ায় বাবু তার বাড়িতে যাতায়াত করতো। এক পর্যায়ে এক সন্তানের জননী ওই নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে বাবু। মাস দুয়েক আগে একদিন বাবু ইউনিয়ন পরিষদের কম্পিউটার কক্ষে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন, যা পরেও চালু থাকে। বাবুর কথামতো ওই গৃহবধূ তার স্বামীকে তালাকও দেন।

একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরে একটি ক্লিনিকে নিয়ে ওই নারীর গর্ভপাত করান বাবু। পরবর্তী সময়ে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে বাবু বিয়ে করতে রাজি হয় না। উল্টো সম্পর্ক অস্বীকার করে। ফলে, তার বিরুদ্ধে হরিরামপুর থানায় ওই নারী বাদী হয়ে মামলা দায়ের করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাইল ফোনে আবুল কালাম আজাদ ওরফে বাবু জানান, অভিযোগ ভিত্তিহীন এবং বানোয়াট। আমি চেয়ারম্যানের সাথে থাকি। চেয়ারম্যান এলাকায় উন্নয়ন করছেন। সে কাজ আমি দেখভাল করছি। আমার বিরোধী পক্ষ ওই মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করিয়েছেন।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হোসেন ইমাম সোনা মিয়া বলেন, ছেলেটা দশ বছর যাবত বাইক নিয়ে পদ্মাপাড় থেকে পরিষদ পর্যন্ত আমাকে আনা নেয়া করে। আমার জানামতে ছেলেটা খারাপ না। তবে দুই একদিন হলো এ বিষয়ে শুনছি।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানান, ভুক্তভোগী নারী বাদি হয়ে বাবুকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে। একই সাথে আসামি গ্রেফতারে অভিযান চলছে।

/এস এন

Exit mobile version