নির্মাণ হবার পর প্রায় ১৫ বছর ধরে অব্যবহৃত পড়ে আছে ময়মনসিংহের হালুয়াঘাটের চারটি সেতু। শুধু সংযোগ সড়ক না থাকায় বিলের মাঝে নির্মিত সেতুগুলো কোনো কাজেই আসছে না। দীর্ঘদিনের দাবি সত্ত্বেও দেখার কেউ না থাকায় সেতুগুলোকে ‘এতিম’ বলেই ডাকেন স্থানীয়রা।
দেখে মনে হতে পারে, কংক্রিটের সেতুগুলোর সংযোগ সড়ক বোধহয় ডুবে আছে বর্ষার জলে। তাই হাঁটুজল মাড়িয়ে লোকজনকে পার হতে হচ্ছে। মূলত চারটি সেতুর অবয়ব আছে ঠিকই; কিন্তু নেই সংযোগ সড়ক। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়নের শিবধরা বিলে পূর্ব নড়াইল থেকে কাওয়ালিজানের মধ্যে যোগাযোগ সহজ করতে প্রায় ১৫ বছর আগে সেতুগুলো নির্মাণ করা হয়। কিন্তু তা কী কাজে এসেছে?
দাতা সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে, একটি বেসরকারি উন্নয়ন সংস্থা চারটি সেতু তৈরি করে দেয়। সংযোগ সড়ক নির্মাণসহ বাকি কাজ করার কথা ছিল সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর/স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। কিন্তু সে কথা কথাই থেকে গেছে।
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম জানালেন, অচিরেই নির্মাণ করা সম্ভব হবে সেতুগুলোর সংযোগ সড়ক।

